জানুয়ারী ২৮, ২০২৫ by Jamuna Television
ইউরোপের দেশের মধ্যে ইতালিতে বেশির ভাগ কাজের চাহিদা থাকে। এই দেশে কাজের পরিমাণ যেমন বেশি, ঠিক তেমনি ঐ সকল কাজের বেতনের পরিমাণও বেশি থাকে। উচ্চশিক্ষা, কাজের অভিজ্ঞতা ও ইতালিয়ান ভাষা জানা থাকলে খুব সহজে ইতালিতে কাজ পায়া যায়। ইতালিতে কৃষিকাজ, রেস্টুরেন্ট এর কাজ, হোটেলের কাজ ও কোম্পানির কাজের চাহিদা অধিক বেশি।
এছাড়া আরও অনেক ধরনের কাজ আছে। কিছু কাজের ভিসা পেতে শিক্ষাগত যোগ্যতা ও কাজের দক্ষতা থাকতে হবে। ইতালিতে আসার পূর্বে প্রবাসীদের ইতালি ভাষা জানতে হবে এবং বুঝার ক্ষমতা থাকতে হবে। ভাষা জানা না থাকলে এবং কাজের কোনো অভিজ্ঞতা না থাকলে ইতালিতে কাজ পাওয়া যাবে না। বর্তমানে ইতালি ভাষা না জানা এবং কাজের দক্ষতা না থাকায় অনেক বাংলাদেশি ইতালিতে কাজ পাচ্ছে না। ইতালিতে সকল কাজের চাহিদা আছে, কিন্তু কাজের জন্য দক্ষ কর্মি নেই।
ইতালি কোন কাজের চাহিদা বেশি
বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী ইতালিতে আসে। এই দেশে কাজ করে মাসে লাখ লাখ টাকা বেতন পাওয়া যায়। যার কারণে বেশি টাকা খরচ হলেও সবাই ইতালিতে আসে। কিন্তু অধিক মানুষ ইতালির ভাষা না শিখে ইতালিতে চলে আসে। শুরুতে তাদের কাজ পেতে অনেক দেরি হয়। ইতালির প্রতিটি শহরে শত শত কাজ আছে। এখানে কোম্পানির কাজ, ফ্যাক্টরির কাজ, অফিসের কাজ, মেকানিকাল ও ইঞ্জিনিয়াররের কাজের পরিমাণ অনেক বেশি। এই ধরনের চাকরির জন্য উচ্চ শিক্ষা ও কাজের পূর্বের অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমানে এই ধরনের কাজের চাহিদা অনেক।
তবে এই কাজ ব্যাতিত আরও কিছু কাজ আছে। যে কাজ করে মাসে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা বেতন পাওয়া যাবে। এই ধরনের কাজ পেতে শিক্ষাগত যোগ্যতা না থাকলেও হবে। তবে ইতালিয়ান ভাষা জানা থাকতে হবে। যেমন বিভন্ন মার্কেটের কাজ, ক্লিনারের কাজ, পোশাক কারখানার কাজ, শ্রমিকের কাজ, লেভারের কাজ, ড্রাইভিং এর কাজ ও রেস্টুরেন্টের কাজ ইত্যাদি। সময়ের সাথে সাথে ইতালিতে এই সকল কাজের চাহিদা বেড়েই চলেছে। শুধুমাত্র দক্ষ কর্মির অভাব রয়েছে। তাই কাজের চাহিদার কথা না ভেবে কাজের দক্ষতা অর্জন করে ইতালিতে আসতে হবে।
ইতালিতে কোন কাজ গুলো পাওয়া সহজ
ইতালিতে কোনো কাজ পাওয়া সহজ নয়। কাজের অভিজ্ঞতা না থাকলে ইতালির কোনো কোম্পানিতে কাজ পাওয়া যাবে না। সাথে সাধারণ কাজের জন্যও দক্ষতা থাকতে হবে। ইতালি সরকার তাদের দেশের জন্য দক্ষ ও যোগ্য শ্রমিকদের কে কাজের নিয়োগ দেয়। তবে ইতালিতে হোটেলের কাজ, রেস্টুরেন্ট এর কাজ, সুপার মার্কেটের কাজ, কৃষিকাজ, লেভারের কাজ, ডেলিভারির কাজ, ক্লিনার ও পাইপ ফিটিং এর কাজ পাওয়া বেশ সহজ। কোনো ব্যাক্তি যদি ইতালিয়ান ভাষা জানে এবং বলতে পারে, তাহলে খুব সহজে এই কাজ গুলো পাওয়া যাবে। এজন্য তাদের কাজের নুন্যতম যোগ্যতা, ভাষার যোগ্যতা ও বৈধ ভিসা লাগবে।
ইতালিতে কাজ পাওয়ার সহজ উপায় কি
বিদেশে যাওয়ার পূর্বে সবার একটি প্রশ্ন সেখানে কি কাজ পাবো বা কিভাবে কাজ পাওয়া যাবে। কাজ পাওয়ার জন্য অনেক গুলো ধাপ রয়েছে। প্রথমত আপনি যে দালাল বা এজেন্সির মাধ্যমে ইতালিতে আসবেন, তারাই আপানকে কাজের ব্যবস্থা করে দিবে। এজন্য ভালো আমনের একটি এজেন্সির মাধ্যমে ভিসা বানাতে হবে। এছাড়া আরও কিছু উপায় জানা থাকলে ইতালিতে কাজ করতে ও পেতে অনেক সহজ হবে।
৪ থেকে ৫ ধরনের কাজের দক্ষতা তৈরি করুন।
- যেকোনো কাজের জন্য নুন্যতম অভিজ্ঞতা অর্জন করুন।
- ইতালিয়ান ভাষা শিখে ইতালিতে আসুন।
- সরকারি ভাবে ভিসা বানানর চেষ্টা করুন।
- উচ্চমানের কাজ পেতে শিক্ষাগত যোগ্যতা অর্জন করুন।
- একটি বিশ্বস্ত এজেন্সি দ্বারা ইতালিয়ান কাজের ভিসা আবেদন করবেন।
সময়ের সাথে ইতালিতে কাজের পরিমাণ বেড়েছে। সেই সাথে প্রতিদিন কর্মির সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তাই এই সময়ে ইতালিতে কাজ পাওয়া একটু কঠিন হয়েছে। তবে ভাষার দক্ষতা, কাজের অভিজ্ঞতা ও দক্ষতা থাকলে কাজ পেতে অনেক সুবিধা হবে। ইতালিতে সব ধরনের কাজের চাহিদা আছে। তাই যেকোনো একটি কাজ শিখার পরে ভিসার জন্য আবেদন করবেন এবং ইতালিতে আসবেন।